Our mission to make a better Bangladesh

Love Bangladesh, Take Back Bangladesh

Love Bangladesh, Take Back Bangladesh

Join

ভিশন -২০৩০ এর রুপরেখা


১.প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনা হবে।
২.জনগনের কাছে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দেওয়া হবে।
৩.দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ প্রতিষ্ঠায় পরীক্ষা-নিরীক্ষা করা হবে।
৪.সুনীতি,সুশাসন,সুসরকারের সমন্বয় করা হবে।
৫.ক্ষমতায় গেলে গনভোট চালু করা হবে।
৬.জাতীয় সংসদ হবে সব কর্মকান্ডের মূল কেন্দ্রবিন্দু।
৭.বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ বাতিল করা হবে।
৮.গ্রাম আদালত আবার চালু করা হবে।
৯.প্রশাসন,পুলিশ ও বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ বন্ধ করা হবে।
১০.সরকারি চাকরিতে নিয়োগ সংস্কার করা হবে।
১১.সংবিধান সংশোধন করে নির্বাহী ক্ষমতায় ভারসাম্য আনা হবে।
১২.প্রতিবেশী দেশের সাথে বিশেষ সম্পর্ক গড়ে তোলা হবে।
১৩.মুক্তিযোদ্ধার সঠিক তালিকা প্রনয়ন করা হবে ও মর্যাদা নিশ্চিত করা হবে।
১৪.মুক্তিযোদ্ধা, প্রান্তিক,প্রতিবন্ধী বাদে সব কোটা বাতিল করা হবে।
১৫.মাথাপিছু আয় ৫০০০ মার্কিন ডলার লক্ষ্যমাত্রা করা হবে।
১৬.জাতীয় ঐক্যের মাধ্যমে সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিহত করা হবে।
১৭.গুম-খুনের অবসান ঘটানো হবে
১৮.জাতীয় শিক্ষা চ্যানেল চালু করা হবে
১৯.বিদেশে উচ্চশিক্ষায় মেধাবীদের জন্য তহবিল গঠন করা হবে
২০.ঢাবিসহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন নিশ্চিত করা হবে।
২১.আইটি খাতে সার্বিক সহযোগিতা দেওয়া হবে।
২২..উগ্রবাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
২৩.সকল প্রকার কালাকানুন বাতিল করা হবে।
২৪.তথ্য প্রযুক্তি আইনের বিতর্কিত ৫৭ ধারা বাতিল করা হবে।
২৫.২০৩০ সালের মধ্যে দেশকে উচ্চমধ্যম আয়ের দেশে পরিণত করা হবে।
২৬.কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে ও কৃষি গবেষণার ব্যবস্থা করা হবে।
২৭.কৃষিখাতে সুদ মওকুফ করা হবে।